০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০, ১১ জিলকদ ১৪৪৪
`

জন্মদিন-পার্টির কথা বলে প্রেমিকাকে নিয়ে গণধর্ষণের অভিযোগ

আটক অভিযুক্ত প্রেমিক। - ছবি : সংগৃহীত

সাভারে প্রায় সাত মাস প্রেমের পর প্রেমিকাকে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।

বুধবার এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক রবিউলকে আটক করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে অভিযান পরিচালনা করে সাভারের কলমা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রবিউল ইসলাম নওগাঁ জেলার ধামুইরহাট থানার বিন্দুখাশ গ্রামের আজিজুল হক ওরফে আজিজা হকের ছেলে।

অন্য আসামিরা হলো, সাভারের কলমা এলাকার শাহজাহানের ছেলে শহিদুল ইসলাম (২৭), সাভারের জিনজিরা এলাকার আব্দুল ওহাবের ছেলে মনির হোসেন ওরফে মনির কসাই (৪০) ও জিনজিরা এলাকার আবু ইউসুফের ছেলে মো: রবিন (২৭)। এ ঘটনায় এই চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ভুক্তভোগী তরুণী এখন ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপক্রাসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, রবিউলের সাথে প্রায় সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ওই তরুণীর। পরে গত সোমবার রাতে রবিউল বন্ধুর ছেলের জন্মদিনের পার্টির কথা বলে সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার আকবর আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় ওই তরুণীকে। সেখানে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তার বন্ধুদের হাতে তুলে দেয়া হয় তাকে। এ সময় তরুণীকে মারধর করে পালাক্রমে আরো ছয়জন ধর্ষণ করে তাকে। এরপর ভুক্তভোগী অসুস্থ অবস্থায় বাসায় ফিরে যায়। পরে থানায় অভিযোগ দায়ের করা হলে রবিউলকে আটক করে আদালতে পাঠানো হয়। ভুক্তভোগী তরুণী একটি বিউটি পার্লারে কাজ শিখছিল।

সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) নূরুল কাদের সৈকত জানান, মামলার প্রধান আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ


premium cement
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ট্রাকচাপায় যুবক নিহত মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত, নতুন গন্তব্য নিয়ে যা জানা গেল? প্রতিবন্ধী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার নাটোরে আ’লীগ এমপি বকুলের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা বিদ্যুৎ খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে দাম কমল এলপি গ্যাসের তারেক-জোবায়দার মামলা চলাকালে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব সুন্দরবনের কটকায় বনরক্ষীদের হাতে আটক ২৪ জেলে আমদানি ব্যয় বৃদ্ধি অর্থনীতিতে নানাভাবে চাপ সৃষ্টি করছে : অর্থমন্ত্রী সাধারণ মানুষের জন্য চাহিবামাত্র বিনামূল্যে পানি পানের বাজেট চাই

সকল