২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরে বাড়ছে পানি, ডুবছে ফসল

ফরিদপুরে বাড়ছে পানি, ডুবছে ফসল - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে ফসলের ক্ষতি হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ১১ মিলিমিটার পানি বেড়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার ইদ্রিস আলী মোল্লা জানান। সোমবার সকালে পানির লেভেল ছিল ছয় দশমিক ৭৯ সেন্টিমিটার।

আকস্মিক এই পানি বৃদ্ধিতে চরাঞ্চলের বাদাম, তিল ও ধানের জমিতে পানি প্রবেশ করছে। চাষিরা অপরিপক্ব ফসল বাধ্য হয়ে তুলে নিচ্ছেন। ইতোমধ্যেই তলিয়ে গেছে জেলার দেড়শ’ হেক্টর বিভিন্ন জমির ফসল। প্রতিদিন এভাবে পানি বৃদ্ধি চলমান থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, জেলার চরভদ্রাসনের চর ঝাউকান্দায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া চরহরিরামপুর, গাজিরটেক ও চরভদ্রাসন সদর ইউনিয়নে ফসলি জমি পানিতে তলিয়েছে। জেলা সদরের মধ্যে ক্ষতির পরিমাণ বেশি ডিক্রিরচর ইউনিয়নে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, যমুনায় পানি বৃদ্ধির ফলে পদ্মায় গত সাত দিনে দুই মিটার পানি বেড়েছে। এভাবে পানি বাড়তে থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে। এছাড়াও পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁ নদের কিছু স্থানে ভাঙন শুরু হয়েছে।

দেখুন:

আরো সংবাদ



premium cement