১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড। - প্রতীকী ছবি

টাঙ্গাইলে ১০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ডাদেশ দিয়েছেন।

আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক।

দণ্ডিত আসামির নাম রিয়াজ উদ্দিন (৩৫)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার বছির উদ্দিন বসুর ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আহমদ নয়া দিগন্তকে জানান, রিয়াজ উদ্দিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত আব্দুল কদ্দুসের মেয়ে লিজা আক্তারকে (২০) বিয়ে করে ঘাটাইলের গারোবাজারে একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে ২০০৯ সালের ১০ আগস্ট ১০ হাজার টাকা যৌতুকের দাবিতে রিয়াজ উদ্দিন তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন। লিজা পেটে ও জরায়ুতে মারাত্মক আঘাত পান।

তিনি জানান, তখন আশঙ্কাজনক অবস্থায় লিজাকে প্রথমে ফুলবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২৭ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় লিজার ভাই আজাহার আলী ২০০৯ সালের ১৯ আগস্ট রিয়াজ উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় মামলা করেন। ওই বছর ২০ নভেম্বর আদালতে চার্জশীট জমা দেয় পুলিশ। রিয়াজ উদ্দিন জামিনে মুক্ত হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন।


আরো সংবাদ



premium cement