২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শিক্ষকদের আশ্বাসে নীলক্ষেত ছাড়লেন শিক্ষার্থীরা

শিক্ষকদের আশ্বাসে নীলক্ষেত ছাড়ল শিক্ষার্থীরা - ছবি : সংগৃহীত

শিক্ষকরা দ্রুত পরীক্ষা নেয়ার আশ্বাস দেয়ার পর নীলক্ষেত ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টায় অবরোধ প্রত্যাহার করে নীলক্ষেত মোড় থেকে সরে যান শিক্ষার্থীরা। এরপর স্বাভাবিক হয় যানচলাচল।

এ সময় শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অসমাপ্ত পরীক্ষাটি দ্রুত নেয়ার আশ্বাস দেন এবং জনভোগান্তি বিবেচনায় অবরোধ তুলে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে ইডেন মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাসার বলেন, আজকের পরীক্ষার কেন্দ্র ছিল ইডেন মহিলা কলেজ। পরীক্ষা স্থগিতের বিষয়টি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এখানে আমাদের কিছুই করার নেই। তবে আমরা অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত পরীক্ষা নেয়ার ব্যবস্থা করব।

এর আগে চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। সাত কলেজের ডিগ্রি পরীক্ষা ইডেন কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল।

তাদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement