১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রাজধানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

-

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম আমির হোসেন (২৬)। তিনি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফুল বিক্রি করতেন।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আমির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। নিহতের স্বজনরা জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে দু'জন তাকে রায়েরবাজার এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। খুনিরা মাদক ব্যাবসার সাথে জড়িত ছিল বলেও জানান তারা।

নিহত আমিরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা মিলন বলেন, ‘রায়েরবাজার আজিজ খান রোডে শুক্রবার রাতে দুই ব্যক্তি আমির হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় দোকানদাররা তাকে উদ্ধার করলে আমি ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। এখানে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ জানিয়েছে, নিহত আমির ছিন্নমূল ফুল বিক্রেতা। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী

সকল