২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজধানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

-

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম আমির হোসেন (২৬)। তিনি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফুল বিক্রি করতেন।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আমির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। নিহতের স্বজনরা জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে দু'জন তাকে রায়েরবাজার এলাকায় নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে। খুনিরা মাদক ব্যাবসার সাথে জড়িত ছিল বলেও জানান তারা।

নিহত আমিরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা মিলন বলেন, ‘রায়েরবাজার আজিজ খান রোডে শুক্রবার রাতে দুই ব্যক্তি আমির হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় দোকানদাররা তাকে উদ্ধার করলে আমি ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। এখানে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ জানিয়েছে, নিহত আমির ছিন্নমূল ফুল বিক্রেতা। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল