১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ফতুল্লায় গার্মেন্টস হঠাৎ লে-অফ ঘোষণা : রাতের বেলায় শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

শ্রমিকরা রাতের বেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী পোশাক কারখানায় হঠাৎ লে-অফ ঘোষণা করায় কারখানাটির শ্রমিকরা বৃহস্পতিবার রাতের বেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লার ভোলাইল এলাকায় অবস্থিত রহিমা আজিজ নিটস্পিন কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করেন। শ্রমিকদের বিক্ষোভে ফতুল্লার কাশিপুর ও পঞ্চবটি এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের শান্ত করে।

শ্রমিকরা জানান, ‘ওই নিটস্পিন কারখানায় নারী-পুরুষসহ প্রায় ১৭০০ শ্রমিক কাজ করে আসছি। বৃহস্পতিবার বিকেল ৫টায় হঠাৎ কাজ করার সময় শুনতে পাই কারখানার গেইটে শ্রম আইনে লে-অফ নোটিশ ঝুলিয়ে রেখেছে মালিকপক্ষ। বিষয়টির সত্যতা জানতে কর্তৃপক্ষের কাছে গেলে তারা জানান, আকস্মিক বিপত্তির কারণে মালিক কারখানা লে-অফ ঘোষণা করেছে।’

কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) গৌতম কুমার মল্লিকের স্বাক্ষরিত লে-অফ নোটিশে উল্লেখ করা হয়, ‘বর্তমানে কাজ না থাকায় এবং কাঁচামালের সরবরাহ স্বল্পতার কারণে উৎপাদন প্রক্রিয়া সচল রাখা সম্ভব হচ্ছে না। তাই শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানের সব বিভাগ আপাতত লে-অফ ঘোষণা করা হলো।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শ্রমিকদের আপাতত শান্ত করা হয়েছে। বিষয়টি শিল্পপুলিশ উভয় পক্ষের সাথে আলোচনা করে সমাধান করবে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল