১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

- ছবি : সংগৃহীত

ডিজেল নিতে দাঁড়িয়ে থাকা শ্যালোচালিত ট্রলিতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহিম খলিল (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় সাজেদুর রহমান (৩৫) ও আরিফুর রহমান (৩০) নামের দুই যুবক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ-কাঁচদহ সড়কের জালালপুর বাজারের পাশে ভাউজের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইব্রাহিম খলিল উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুড়ার গ্রামের আবু তাহেরের ছেলে।

আহত সাজেদুর রহমান ও আরিফুর রহমান একই এলাকার স্থানীয় বাসিন্দা।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নবাবগঞ্জ বাজার হইতে কাঁচদহগামী রাস্তায় মোটরসাইকেল দুজন আরোহী নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় ভাউজের মোড় বাজারে ডিজেল নেয়ার জন্য দাঁড়িয়ে থাকা একটি শ্যালো মেশিনচালিত ট্রলিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মো. শামিম ইসলাম বলেন, নিহতের মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহতরা অনেকটা সুস্থ আছেন।


আরো সংবাদ



premium cement