১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৬

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয় জনকে আটক করেছে জিএমপির বাসন থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার ও চাপাতিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার জিএমপির উপ পুলিশ কমিশনার জাকির হাসান এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো- জামালপুর সদর থানার গোদা শিমলা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২৮), রংপুর পীরগঞ্জ থানার কামার সাদুল্লাহপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে কাঞ্চন মিয়া (২৬), শেরপুরের নালিতাবাড়ি থানার সূর্যনগর এলাকার আনছার আলীর ছেলে রাজিব (২২), দিনাজপুরের পার্বতীপুর থানার মোল্লাপাড়া এলাকার আঃ জলিলের ছেলে ইমরান (২০), ময়মনসিংহ সদর থানার বয়রা এলাকার সেলিমের ছেলে রাজু (২০) ও শেরপুর সদর থানার ডুবারচর এলাকার মৃত মিরাজুল হোসেনের ছেলে মিনারুল হোসেন ওরফে বাবু (২২)। তারা সবাই গাজীপুরের বাসন থানা এলাকায় বসবাস করতো।

পুলিশের ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর মহানগরীর নলজানী এলাকার এলজিইডি অফিসের সামনে জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা সড়কে পাশে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ গোপন সংবাদ পেয়ে বাসন থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে। এ সময় আটকৃতদের দেহ তল্লাশি করে দু’টি চাপাতি, দু’টি সুইচ গিয়ার ও দু’টি চাকু জব্দ করা হয়।

ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন পালিয়ে যায়। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement