২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের কম্বল বিতরণ

- ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও ও শিল্পাঞ্চল থানার বস্তি এলাকায় কম্বল বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বৃহস্পতিবার দুপুরে রিকশা, ভ্যানচালক, ফুটপাতের দোকানদার ও অসহায় বস্তিবাসীসহ তিন শ’পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে যাত্রাবাড়ী থানায় এবং দক্ষিণ সিটি রামপুরা থানা, বনানী মহাখালীতে প্রায় এক হাজার পরিবারকে শীত কম্বল উপহার দেন।

এ সময় কম্বল বিতরেণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক কাউন্সিলর রোকেয়া সুলতানা তামান্না, ইঞ্জিনিয়ার আসিব আকবর, কলেজছাত্রদের সামাজিক সংগঠন খুশির ঠিকানার
শাহাজালাল সিয়াম, সিহাব উদ্দীন সিহাব প্রমুখ।

কম্বল বিতরণের সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী কম্বল বিতরণ করেন। সে সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বিত্তশালী ধনীদেরকে গণস্বাস্থ্য ত্রাণ সহতায় করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

মিন্টু আরো বলেন, করোনাকালে গত এক বছর আট মাসে গণস্বাস্থ্য কেন্দ্র প্রায় ৩৫ হাজার পরিবারকে খাদ্য সহয়তা দিয়েছেন। স্বাধীনতার পর গণস্বাস্থ্য প্রতিষ্ঠার পর হতে যেকোনো দূর্যোগ মহামারীর সময় গণস্বাস্থ্য জনগনের পাশে
সাহায্য নিয়ে দাড়িঁয়েছেন।

অসহায় মানুষের মাঝে খাদ্য, চিকিৎসা, শিক্ষা উন্নয়ন ও নারীদের ক্ষমতায়াণসহ অসহায় মানুষদের পাশে থেকে সবসময় সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছে। এ বছরও সারাদেশে পাঁচ হাজার পরিবারকে শীত কম্বল উপহার দিয়েছেন।

তাছাড়া গাজীপুর সিটি করপোরেশন এলাকা, খুলনা, রংপর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, শেরপুর সদর, নালিতাবাড়ী (বিধবা পল্লী), নোয়াখালী ও সাতক্ষীরা কম্বল বিতরণ করেন।


আরো সংবাদ



premium cement