২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফেরি সঙ্কটে তীব্র যানজট দৌলতদিয়ায়

ফেরি সঙ্কটে তীব্র যানজট দৌলতদিয়ায় - ছবি : নয়া দিগন্ত

ফেরি ও ঘাট সঙ্কটে রাজবাড়ীর ঘাটে তীব্র যানজট চলছে গত দুই দিন ধরে। বুধবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটের জিরে পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার জুড়ে এবং যানজট এড়াতে গোয়ালন্দ মোড়-কুষ্টিয়া সড়কের রাজবাড়ী ট্রাফিক পুলিশ আরো দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রেখেছে।

তবে বাস ও ছোট ছোট প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে আগে পার হতে পারছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক জামাল হোসেন জানান, নাব্যতা সঙ্কটে সব ঘাটে ফেরি এখন ভিড়তে পারছে না। দৌলতদয়িা-পাটুরিয়া নৌপথে ২০টি ফেরি বরাদ্দ আছে। এখন সেখানে ছোট-বড় ১৪ থেকে ১৫টি ফেরি চালু আছে। তাও আবার অতি পুরাতন হওয়ায় মাঝে মধ্যে একটি বা দুটি ফেরি যান্ত্রিক ক্রুটির কারণে ঘাটে বসে থাকে। ফলে গত তিন মাস ধরে উভয় ঘাটেই নিত্য যানজট হচ্ছে। আর মাওয়া ঘাট স্বাভাবিক না হওয়ায় ওই পথের গাড়িগুলো দৌলতদিয়ায় আসায় যানজট হচ্ছে।

তিনি আরো জানান, তাছাড়া গত দুই দিন ধরে একটি বড় ফেরি পাটুরিয়ায় মেরামতে থাকায় সামান্য কিছু গাড়ি আটকে যানজট হয়েছে। তবে আজকের মধ্যেই কমে যাবে।


আরো সংবাদ



premium cement