২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিএনপি থেকে বহিষ্কার তৈমূরের নির্বাচনের প্রধান সমন্বয়ক এ টি এম কামাল

বিএনপি থেকে বহিষ্কার তৈমূরের নির্বাচনের প্রধান সমন্বয়ক এ টি এম কামাল - ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। কামালের পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু। তিনি জানান, বিএনপির সকল পদ ও সাধারণ সদস্য থেকেও এ টি এম কামালকে বহিষ্কার করেছে দল। তার পরিবর্তে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে আব্দুস সবুর খান সেন্টুকে।

তবে রাত সাড়ে ৯টার দিকে এ টি এম কামাল নয়া দিগন্তকে জানান, এ ব্যাপারে আমি এখনো কোনো চিঠি পাইনি। তবে শুনেছি।

তিনি জানান, দল যদি আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় আমি মাথা পেতে নিবো। কারণ আমি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। শহীদ জিয়ার আদর্শের সৈনিক।

তিনি বলেন, ‘আমাকে বহিষ্কার করা হলে চিঠি আমাকে আগে দেয়ার কথা। তবে আমি পাইনি। দল যেকোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ক্ষমতা রাখে।’

বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছিলেন বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার। তিনি প্রার্থী হওয়ায় তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তৈমূর আলমের পক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীকে নির্দেশ দেয় মহানগর বিএনপি। তবে এ টি এম কামাল নির্বাচনে তৈমূর আলম খন্দকারের পক্ষে কাজ করেন। তিনি তৈমূর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবেও নিয়োগপ্রাপ্ত হন। এতে ক্ষুব্দ হয়ে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক দুর্যোগে এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেন বাংলাদেশে?

সকল