২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শ্রীপুরে এক পরিবারের ৮ জনই দৃষ্টি প্রতিবন্ধী!

শ্রীপুরে এক পরিবারের ৮ জনই দৃষ্টি প্রতিবন্ধী! - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের একটি পরিবারের ৯ জন সদস্য। আর তাদের ৮ জনই জন্মান্ধ। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। যদিও স্থানীয় এক স্বেচ্ছাসেবক পরিবারের সর্বকনিষ্ঠ শিশু জোনাকির চিকিৎসার ব্যয়ভার ও লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। কিন্তু বাকি ৭ সদস্য হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছেন।

পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী ৮ জন হলেন- আমির হোসেন (৪৭), তার স্ত্রী শিউলি আক্তার (৩৫), আমিরের বোন নাসরিন আক্তার (৩৪), হাসিনা আক্তার (৩২), আমিরের ভাই জাকির হোসেন (২৮), জাকির হোসেনের সন্তান জোনাকি আক্তার ঝিনুক (১০), হাসিনার সন্তান রূপা আক্তার (১৪) ও মারুফ মিয়া (২)।

পরিবারের ১০ বছরের শিশু জোনাকি আক্তার ঝিনুক তার করুণ আর্তনাদ জানিয়ে বলেন, গল্প করতে করতে আশপাশের সমবয়সীরা স্কুলে যাচ্ছে এমন আওয়াজ কানে এলেও দেখতে পাই না তাদের চেহারা। আমারও তো পৃথিবী দেখতে মন চায়। ইচ্ছে করে সকলের সাথে খেলতে।

দুঃখ প্রকাশ করে ঝিনুকের বাবা জাকির হোসেন বলেন, আমাদের সংসার জীবনের বাস্তবতা অনেক কঠিন। অবহেলা, অপমান আর অবজ্ঞা আমাদের নিত্য সঙ্গী। আমার অন্ধত্বের পর জন্মান্ধ ঝিনুক কোলে আসায় তাকে ফেলে চলে গেছে ঝিনুকের গর্ভধারিণী মা।

পরিবারের আটজন অন্ধের মধ্যে সবচেয়ে বয়স্ক আমির হোসেন। তিনি বলেন, সামাজিক অবহেলা, পারিবারিক দৈন্য দশা, বিকল্প সক্ষমতা তৈরি করতে না পারায় এখন জীবনের আর কোনো লক্ষ্য নেই। এখন শুধু বেঁচে থাকাটাই বড় চাওয়া।

দৃষ্টিহীন ঝিনুকের চিকিৎসা ও পড়াশোনার দায়িত্ব নিয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক সাদ্দাম হোসেন অনন্ত। তিনি বলেন, পুরো পরিবার চরম কষ্টে থাকায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, ইতোমধ্যে পরিবারটিকে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। খোঁজ নিয়ে অন্যান্য সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি একটি ঘরের ব্যবস্থা করে দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল