২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আমার শক্তি জনগণ : আইভী

ডা: সেলিনা হায়াৎ আইভী - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বার মেয়র হওয়া ডা: সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার শক্তি জনগণ। আমি জনগণের জন্য কাজ করেছি। জনগণ আমাকে মূল্যায়ন করেছে।’

তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। তাদের আমি ধন্যবাদ জানাই। তারা আমার প্রতি আস্থা রেখেছেন।’

ভোটের দিন রোববার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে ফলাফল-পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আইভী।

তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি আমার কাকা হন। আমি জয়ী হয়েছি তাতে কী, আমি তার সাথে দেখা করতে যাবো।’

আইভী বলেন, ‘জনগণ সকল ভয়ভীতি ষড়যন্ত্র উপেক্ষা করে নৌকায় ভোট দিয়েছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম, তারা আওয়ামী লীগের প্রতীককে বিজয়ী করেছে।’

আইভী বলেন, ‘আমি মানুষকে কখনো মিথ্যা বলিনি, মিথ্যা আশ্বাস দিইনি।’ তিনি বলেন, যেসব কাজ হাতে নিয়েছিলাম সেগুলো শেষ করব। ভালো লাগছে হ্যাটট্রিক বিজয়ী হয়ে। কৃতজ্ঞতাটাই আসছে মনের ভেতর থেকে। এ শহরের মানুষ আমাকে বিমুখ করেনি। আমি যেমন বলেছিলাম আমি এক লাখ ব্যবধানে পাশ করব। কিন্তু যদি ভোট কাস্টিং আরো বেশি হতো তাহলে সেই এক লাখ পূরণ হতো। ইভিএমে প্রথম ভোটে কাস্টিং কম হয়েছে। তবু আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি সবাইকে নিয়ে নগর গড়তে চাই।’

দেওভোগের চুনকা কুটিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন নবনির্বাচিত মেয়র আইভী।

তিনি বলেন, ‘আমার কাকা (তৈমূর আলম খন্দকার) আগেও আমাকে অনেক কথা বলেছে, সহযোগিতা করেছেন। উনিও নারায়ণগঞ্জের মানুষ। উনি আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। কাকাও বলেছে জয়-পরাজয় যা হয় হবে। আমি উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। উনি নারায়ণগঞ্জের কল্যাণের কথা বলেছে, আমিও বলেছি। তার পরিকল্পনার সাথে অনেক কিছুই আমার মিল রয়েছে। আজকে আমার বিজয় হয়েছে। আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ। আমি আমার দলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার নেত্রীর প্রতি কৃতজ্ঞ।’

নগর গড়তে শামীম ওসমানকে সাথে রাখবেন কি না এমন প্রশ্নে আইভী বলেন, ‘যে কেউ আমার সাথে উন্নয়নে অংশ নিতে পারে। সবার কথাই আমি গ্রহণ করব। প্রত্যাশা অনেক বেশি। মানুষ যেই প্রত্যাশা রাখে সেগুলো পূরণ করব। আর চ্যালেঞ্জ থাকবেই, আগেও মোকাবেলা করেছি আগামীতেও করব।’

তিনি বলেন, ‘আবার প্রমাণিত হয়েছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঘাঁটি। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আজীবন এ দল করব। জয় বাংলার পক্ষে থাকব। তবে সব কিছুর ঊর্ধ্বে নারায়ণগঞ্জের মানুষ আমাকে সমর্থন দিয়েছে।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারের অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘কারচুপি কোথায় হলো। এত গণমাধ্যমের উপস্থিতিতে কীভাবে কারচুপি হলো। এত গণমাধ্যমে আমি তো আগে দেখি নাই। এর আগের মেয়র নির্বাচন, পৌরসভা নির্বাচন... আপনারা সারাদিন গণমাধ্যম নারায়ণগঞ্জে ছিলেন। ইঞ্জিনিয়ারিংটা কোথায় ছিল? ভোট স্লো হয়েছে এ অভিযোগ আমি সারাদিন করেছি। স্লো না হলে এক লাখ ভোটের ব্যবধানে জিততাম। তৈমূর কাকা কী অভিযোগ করেছেন, সেটা তিনিই বলতে পারবেন।’

এ সময় আইভী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে যাবেন বলেও জানান।

নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন জানিয়ে আইভী বলেন, ‘আগের যেসব কাজ অসম্পূর্ণ রয়েছে সেগুলোও বাস্তবায়ন করব। তৈমূর কাকা যেগুলো বলেছেন সেটাও চিন্তাভাবনা করে তার সাথে আলোচনা করে করব।’


আরো সংবাদ



premium cement