২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

নাসিকে কাউন্সিলর পদে জিতলেন যারা

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ৩৬ জন। এরমধ্যে ২৭ জন সাধারণ কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন মাকসুদা মোজাফফর (১,২,৩) মনোয়ারা বেগম (৪,৫,৬), আয়েশা আক্তার দিনা (৭,৮,৯) মিনোয়ারা বেগম (১০,১১,১২), শারমিন হাবিব বিন্নি (১৩,১৪,১৫), আফসানা আফরোজ বিভা (১৬,১৭,১৮), শিউলী নওশাদ (১৯,২০,২১), শাওন অংকন (২২,২৩,২৪) ও সানজিদা আক্তার (২৫,২৬,২৭)।

সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন, ৩ নং ওয়ার্ডে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন শাহজালাল বাদল, ৪ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের ভাই নূরউদ্দিন মিয়া, ৫ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের ছেলে মোহাম্মদ সাদরীল, ৬ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি, ৭ নং ওয়র্ডে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান রিপন, ৮ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন রুহুল আমিন, ৯ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইস্রাফিল প্রধান, ১০ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইফতেখারুল ইসলাম খোকন, ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অহিদুর রহমান ছক্কু, ১২ নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শওকত হাসেম শকু, ১৩ নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন করোনা হিরো ও স্বতন্ত্র মেয়র পদে পরাজিত তৈমূর আলম খন্দকারের ছোটভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির, ১৫ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন অসিত বরন বিশ্বাস, ১৬ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রিয়াদ হাসান, ১৭ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন আবদুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান মুন্না, ১৯ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোকলেসুর রহমান চৌধুরী, ২০ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শাহেনশাহ আহমেদ, ২১ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মো: শাহিন মিয়া, ২২নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সুলতান আহমেদ, ২৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আবুল কাউছার আশা, ২৪ নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন, ২৫ নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন, ২৬ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন মো: সামছুদ্দোহা, ২৭ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম।

এদিকে কাউন্সিলর নির্বাচনে ফলাফল ঘোষণার পর বিভিন্ন ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে। কয়েকটি ওয়ার্ডে সংঘর্ষের ঘটনা ঘটলে আইন-শৃংখলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক

সকল