২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রতীকী ছবি -

নিজের দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। শনিবার রাতে গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর মোক্তারটেক এলাকায় এই ঘটনা ঘটেছে।

আত্মহত্যার চেষ্টা করা ওই মাকে পরে পুলিশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

নিহতরা হলো- কুমিল্লার দেবিদ্বার থানার বড় আলমপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে চার বছর বয়সী তাসনিহা জাহান তারিহা ও সাত মাস বয়সী তাসমিম জাহান বুশরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, প্রায় তিনমাস আগে গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর মোক্তারটেক এলাকার নাসরিন মঞ্জিলের সামসুল হকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়ায় উঠেন বিল্লাল হোসেন। ওই ভাড়া বাসায় থেকে বিল্লাল এলাকায় ভবন নির্মাণের সয়েল টেস্টের মিস্ত্রির কাজ করতেন।

দুই দিন আগে তিনি গ্রামের বাড়ি কুমিল্লা থেকে স্ত্রী লিজা বেগম ও দুই শিশু সন্তানকে গাজীপুরের বাসায় নিয়ে আসেন। শনিবার সন্ধ্যার পর শিশুদের খাবার আনার জন্য দোকানে যায় বিল্লাল। এই ফাঁকে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে তার দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজে ফ্যানের সঙ্গে ঝুঁলে আত্মহত্যার চেষ্টা করে।

জাকির হাসান জানান, স্বামী বিল্লাল হোসেন বাসায় ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। তিনি কোন সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালা ও আশপাশের লোকদের ডাক দিলে তারা জানালা দিয়ে দেখতে পান তিনজন বিছানায় পড়ে আছে। পরে তারা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুই শিশুকে মৃত অবস্থায় এবং তাদের মাকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় হতাহত তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন এবং তাদের মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, বিল্লালের স্ত্রী লিজা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ্ ছিলেন বলে তার স্বামী বিল্লাল জানিয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement
শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ

সকল