২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘বুথে নয়, নৌকার ভোট হবে টেবিলের উপরে, পুলিশ প্রশাসনকে সেভাবেই দেখবো’

বুথে নয় ‘নৌকার ভোট হবে টেবিলের উপরে’, পুলিশ প্রশাসনকে সেভাবেই দেখবো - নয়া দিগন্ত

নৌকা নিয়ে সদ্য নির্বাচিত এক ইউপি চেয়ারম্যান পাশের ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নির্বাচনী সভায় বলেছেন ‘নৌকা মার্কার ভোট হবে টেবিলের উপরে, কোনো আউলে (আড়ালে/বুথে) হবে না। চুরি কইরা আউলে যাইয়া আবার আবোল তাবোল মার্কায় ভোট দিবেন, দেশের ক্ষতি করবেন, সে ব্যবস্থা করি নাই আমরা।’
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ ভোটারদের হুমকি দিয়ে এসব কথা বলেন। তার বক্তব্যের চার মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গত ২৮ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী ২৬ ডিসেম্বর পাশের ভূঞাপুর উজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভূঞাপুরের নিকরাইল ইউনিয়নে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের নির্বাচনী প্রচার সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন আব্দুল হাই। সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় পাথাইলকান্দি বাজারে।
মুজিব কোট গায় জড়িয়ে আব্দুল হাই আকন্দ আরো বলেন, ‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে, নৌকায় ভোট না দিলে কোনো উন্নয়ন হবে না। অন্য কোনো মার্কায় কেউ ভোট দেয়ার চেষ্টা কইরেন না। কালকে থেকে মাসুদ (প্রতিদ্বন্দ্বী প্রার্থী) যেন এলাকায় না আসতে পারে। আবোল তাবোল মার্কায় আমরা কেউ ভোট দেবো না, তার নির্বাচনও করবো না।’
ভোটারদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কালকে থেকে মাজার (কোমড়ের) নিচে বাড়ি হবো। আমি সব দেখবো, পুলিশ প্রশাসন যেভাবে লাগে সেভাবে দেখবো। ১ নং ওয়ার্ডে ৪১শ’ ভোট। যদি ৩৫শ’ কাস্ট হয় ওপেনে আমরা ৩৫শ’ই দেয়ার জন্য চেষ্টা করবো।’
এ নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি এই চেয়ারম্যানের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এর আগে ওই এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সমালোচনার তুঙ্গে থাকা গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ মুঠোফোনে বলেন, বিদ্রোহী প্রার্থী মাসুদ নৌকার লোকদের মারার কারণে রাগে এসব বলে ফেলেছি।


আরো সংবাদ



premium cement