২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মাছ ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ বন্ধুর মৃত্যু

- ছবি : সংগৃহীত

ছয় বন্ধু মিলে মাছ ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের কুদরত আলীর ছেলে বাদল (২৬) ও একই গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা সুরুজ আলীর ছেলে মানিক (২৫)।

বুধবার রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাবলায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে তাদের লাশ দাফন করা হয়।

তাদের বন্ধু চানু মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা ছয় বন্ধু মিলে কালিহাতীর বুরবুরা বিলে মাছ ধরতে যান। বিলের কাছাকাছি পৌঁছে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় উত্তরবঙ্গগামী একটি ট্রেন পেছন থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাদল ও মানিক মারা যান।

বঙ্গবন্ধু সেতু রেলওয়ে স্টেশনের হেড বুকিং মাস্টার রেজাউল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা দু’জন নিহত হন। সাথে সাথে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনেরা লাশ দু’টি নিয়ে চলে যান।

মধুপুরের মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, বুধবার রাতেই দু’জনের লাশ বাড়ি নিয়ে আসেন সাথে থাকা অন্যরা। বাদল পেশায় ভ্যানচালক ও মানিক ছিলেন শ্রমিক। বৃহস্পতিবার বাদ জোহর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement