২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পরকীয়া : গাজীপুরে স্ত্রীকে গলাকেটে খুন, স্বামী গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে পরকীয়ার জেরে স্ত্রী জোনাকি আক্তার জুনিকে (২১) বাসার ছাদে ডেকে নিয়ে গলাকেটে খুন করেছে তার স্বামী। চাঞ্চল্যকর এ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার বিকেলে র‌্যাব-১-এর স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতের নাম মো: সুজন মিয়া (৩৩)। সে জামালপুরের মেলান্দহ থানার মালিকাডাঙ্গা এলাকার মো: আজগর আলীর ছেলে।

র‌্যাব-১-এর ওই কর্মকর্তা জানান, প্রায় তিন বছর আগে ভালোবেসে সুনামগঞ্জের দোয়ারবাজার থানার সুঁড়িগাঁও এলাকার রাকিব হোসেনের মেয়ে জোনাকি আক্তার জুনিকে বিয়ে করেন রাজমিস্ত্রী সুজন। এটি সুজনের দ্বিতীয় বিয়ে। জোনাকি তার বাবা-মায়ের সাথে গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকার সাইফুল ইসলাম দুলাল কাউন্সিলরের বাড়ির চারতলায় ভাড়া বাসায় থাকতেন। কাজের সুবাদে তার স্বামী নারায়নগঞ্জের কাঞ্চন এলাকায় বসবাস করতেন। সুজন প্রায়ই গাজীপুরে জোনাকির বাসায় আসা যাওয়া করতেন। জোনাকির পরকীয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে গত একমাস ধরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ চলে আসছিল।

তিনি জানান, গত ২৬ নবেম্বর সন্ধ্যায় জোনাকিদের বাসায় আসেন সুজন। স্ত্রীকে বাসায় না পেয়ে তাকে ফোন করেন সুজন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসায় ফিরেন জোনাকি। পরে একান্তে কথা বলার কথা বলে জোনাকিকে ডেকে বাড়ির পাঁচতলার ছাদে নিয়ে যান সুজন। সেখানে পরকীয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজন চাকু দিয়ে জোনাকির গলায় আঘাত করে। এতে নিহত হন তিনি।

ঘটনার পর ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান সুজন। এ ঘটনায় নিহতের বোন রোজিনা আক্তার গাঝা থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই নারায়নগঞ্জের কাঞ্চন এলাকা হতে সুজনকে গ্রেফতার করে র‌্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত সুজন তার স্ত্রীকে হত্যার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।


আরো সংবাদ



premium cement
কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’

সকল