১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আড়াইহাজারে হাসপাতালে নবজাতক রেখে বাবা মায়ের পলায়ন

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেছেন তার বাবা-মা পরিচয় দানকারি নারী ও পুরুষ।

রোববার সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমীন জানান, রোববার সকালে চিকিৎসা করানোর কথা বলে নবজাতক মেয়ে শিশিুটিকে হাসপাতালে নিয়ে আসেন এক দম্পতি । তাদের নাম পরিচয় জানার আগেই শিশুটিকে হাসপাতালের লেবার রুমে রেখে কৌশলে পালিয়ে যায় ওই দম্পতি। অনেক চেষ্টা করেও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ দিকে শিশুটিকে দত্তক নিতে অনেকে আগ্রহ প্রকার করেছেন। কিন্তু শিশুটির মা-বাবার পরিচয় জানার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত নবজাতকটি আমাদের রুমে রেখেছি। পরে শিশুটি একজন আয়ার নিকট রাখতে দেয়া হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, শিশুটি কোথায় রাখবে তার জন্য সমাজ সেবা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। যারা হাসপাতালে নিয়ে আসছিল তারা আসলেই নবজাতকটির বাবা-মা কিনা তা জানার জন্য চেষ্টা চলছে।

এদিকে নবজাতকটি দেখতে কৌতুহলিদের ভিড় দেখা গেছে।


আরো সংবাদ



premium cement