২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভাঙ্গায় জালভোট ইস্যুতে দু’চেয়ারম্যান সমর্থকদের সঙ্ঘাত, আহত ১০

ভাঙ্গায় জালভোট ইস্যুতে দু’চেয়ারম্যান সমর্থকদের সঙ্ঘাত - নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইউপি নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দু’স্বতন্ত্র চেয়ারম্যান সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ঘে কমপক্ষে ১০জন আহত হয়েছে। রোববার বিকালে ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বর্দী ভোট কেন্দ্রে এ সহিংস ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিরু খলিফার সমর্থক নাইমুল মাতুব্বর চশমা প্রতীকে জাল ভোট দেয়ার সময় আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনসুর মুন্সীর সমর্থক ওসমান হাওলাদার বাধা দেন। এর জের ধরে নাইমুলের গ্রাম্য দলনেতা ফারুক বিষয়টি শুনতে গিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। দু’পক্ষ ঢাল, সড়কি ও টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে ইসমাইল হাওলাদার (৩০), ওসমান হাওলাদার (৩৫), সালাউদ্দিন হাওলাদার (২২), রবি মিয়া (৩৫) নামে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরে পুলিশ, র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার পর আবার ভোট গ্রহণ শুরু হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সেলিম রেজা বলেন, সেখানে দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে এব্যাপারে কেউ থানায় অভিযোগ জানায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।


আরো সংবাদ



premium cement