২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে ঝুটের গুদামে আগুন নিভেছে

গাজীপুর কোনাবাড়িতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। - ছবি : নয়া দিগন্ত

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাতে ড্যাম্পিংয়ের কাজ করছিলেন তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোনাবাড়ির আমবাগ তেঁতুলতলা এলাকায় ঝুট গুদামে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার একটু আগে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ তেঁতুলতলা এলাকার ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও ডিবিএল স্টেশনের ৫টি ইউনিট সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন পুরোপুরি নেভাতে তারা রাত পৌণে ৯টা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন।

আগুনে গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement