২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নরসিংদীতে টেটা-বল্লম নিয়ে সংঘর্ষ, নিহত ২

নরসিংদীতে টেটা-বল্লম নিয়ে সংঘর্ষ, নিহত ২ - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর রায়পুরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে দু'ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। ঘটনাটি ঘটেছে রায়পুরার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি নামে একটি চরে।

পুলিশের রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বিবিসিকে বলেছেন, বৃহস্পতিবার সকালে কাচারিকান্দিতে বিবদমান দুইটি পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

টেটা, বল্লম এবং দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে প্রায় দু'ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন ঘোষ।

তিনি বলেছেন, 'তারা নিজেদের গুলিতে মারা গেছে। পুলিশ কোন গুলি ছোড়েনি।'

ঘোষ জানিয়েছেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকে দু'পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের কারণ হিসেবে পুলিশ প্রাথমিকভাবে দেখতে পেয়েছে, কাচারিকান্দি চরের ব্যবসায়িক নিয়ন্ত্রণ কোনো পক্ষের দখলে থাকবে, তা নিয়ে বিবাদমান পক্ষ দুটির মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের।

এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অনেকদিন থেকেই মামলা মোকদ্দমাও লড়ছে বলে জানিয়েছে পুলিশ।

মারামারিতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement