২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভ্যানচালককে বাঁচাতে ইউএনওর চেষ্টা

ভ্যানচালককে বাঁচাতে ইউএনওর চেষ্টা -

ফরিদপুরের সালথায় লরির সাথে ভ্যানের ধাক্কায় মহিদুল ইসলাম (৩৩) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তবে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিতে নিজের গাড়ি দিয়ে সাহায্য করেছিলেন সে সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী ইউএনও।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভ্যানচালক মহিদুল। তিনি উপজেলার ফুকরা গ্রামের ওসমান মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ফুকরা বাজার এলাকায় ইটভর্তি লরির সাথে ধাক্কা লেগে ভ্যানচালক মহিদুল গুরুতর আহত হন। তাকে সালথা বাজারে নিয়ে এলে সেখানে মোবাইল কোর্ট পরিচালনাকারী ইউএনওর নজরে পড়ে। এ সময় ইউএনও মোবাইল কোর্ট ছেড়ে গুরুতর আহত মহিদুল ইসলামকে নিজের গাড়িতে করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মহিদুল মারা যান।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লরিটি জব্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement