২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মায়ের সাথে অভিমানে ২ স্কুলছাত্রীর আত্মহত্যা

-

টাঙ্গাইলের বাসাইলে পৃথকস্থান থেকে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনাই মায়ের সাথে অভিমানের ফলে ঘটেছে বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কাউলজানী বোর্ডবাজার ও বার্থা দক্ষিণপাড়া এলাকায় এ দুটি আত্মহত্যার ঘটনা ঘটে। বুধবার বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকার কামাল মিয়ার মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার (১৪) ও একই ইউনিয়নের বার্থা দক্ষিণপাড়া এলাকার মোস্তফা সিকদারের মেয়ে ১০ম শ্রেণীর ছাত্রী মুক্তা (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকায় সন্ধ্যার দিকে ঘরের ধন্নার সাথে ঝুলন্ত অবস্থায় শারমিনকে উদ্ধার করা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে শারমিন আত্মহত্যা করেছে, সে বিষয়টি এখনো জানা যায়নি।

শারমিনের চাচা জামাল মিয়া বলেন, ‘বাড়িতে কোনো ঘটনা ঘটেনি। তবে মায়ের সাথে অভিমান করে হয়তো সে আত্মহত্যা করতে পারে।’

অপর ঘটনায় উপজেলার বার্থা দক্ষিণপাড়া এলাকায় বিকেলে মুক্তা নামের স্কুলছাত্রীকে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

মৃতের বোনজামাই সোহেল বলেন, ‘ছোট বোনের সাথে মুক্তার মনোমালিন্য হয়। পরে মা এসে মুক্তাকে বকাঝকা করে। সেই অভিমান থেকেই মুক্তা আত্মহত্যা করতে পারে।’

ওসি হারুনুর রশিদ বলেন, ‘মৃত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’


আরো সংবাদ



premium cement