১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

পদ্মায় নিখোঁজ বাল্কহেডের লস্করের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মাসেতুর ৩ নম্বর পিলারের কাছ থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর সাঈদ গাজী (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় নোঙর করা বাল্কহেড থেকে নদীতে পরে গিয়ে নিখোঁজ হন সাঈদ গাজী।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়া জানান, সোমবার সন্ধ্যায় আল-এহসান নামের বালুবাহী একটি বাল্কহেড মাওয়ায় পদ্মাসেতুর অদূরে নোঙ্গর করা ছিলো। এ সময়ে বাল্কহেডের রশি ছিঁড়ে গেলে সাঈদ গাজী নদীতে পড়ে নিখোঁজ হন। পরে মঙ্গলবার দুপুরে পদ্মাসেতুর ৩ নাম্বার পিলারের কাছ থেকে তাকে মৃত অবস্থায় উদ্বার করা হয়েছে।

নিহত সাঈদ গাজী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জালিরচর গ্রামের মৃত আয়নাল গাজীর ছেলে। তিনি ওই বাল্কহেডের লস্কর হিসেবে কর্মরত ছিলেন।


আরো সংবাদ



premium cement