২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

- ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নূরবাগ এলাকা ও কালিয়াকৈর-চাপাইর আঞ্চলিক সড়কের মজিদচালা এলাকায় এই দুর্ঘটনা দু’টি ঘটেছে।

কালিয়াকৈর উপজেলার মজিদচালা এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রাকের ধাক্কায় মুস্তাফিজ রহমান (২৮) নামে এক সিএনজিঅটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। নিহত মুস্তাফিজ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাতিল খোলা এলাকার বাসিন্দা।

কালিয়াকৈর থানার এএসআই হুমায়ুন কবির জানান, মুস্তাফিজ রহমান মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থেকে সিএনজিযোগে মাওনার উদ্দেশ্যে রওনা দেয়। কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের মজিদচালা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজিযাত্রী মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলে নিহত হস। এ সময় সিএনজির আরো দুই যাত্রী আহত হয়েছেন।

এছাড়া, বিকেলে সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার নূরবাগ এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় শাহিন মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিন মিয়া টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করেছে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মামলা হবে কি না- তা নিহতদের স্বজনদের উপর নির্ভর করছে।


আরো সংবাদ



premium cement