২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু-তীব্র যানজট
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট -

সিরাজগঞ্জে গাড়ি চলাচলে বিঘ্ন ও ফেরিঘাট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১২ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার ভোর থেকেই সড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সেতু কর্তৃপক্ষ বলছে, সিরাজগঞ্জের নলকা ব্রিজের সংস্কারের কাজ চলমান থাকায় গভীর রাত থেকেই যানজটের সৃষ্টি হয়। সকালের দিকে যানবাহনের চাপ আরো বৃদ্ধি পাওয়ায় ভোর সাড়ে ৪টা থেকেই বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল আদায় বন্ধ রাখা হয়েছে।

ফলে পূর্ব প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কখন নাগাদ এই যানজট নিরসন হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।


আরো সংবাদ



premium cement