২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৩৭ কেজির এক বাঘাইড় পেয়ে দেনা মুক্ত জেলে

- ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। রোববার সকালে গোয়ালন্দের পদ্মা নদীর চর কর্নেশনা এলাকা থেকে বিশাল এই মাছটি ধরেন মানিকগঞ্জের জেলে গোবিন্দ হালদার।

মাছটি তিনি দৌলতদিয়া ঘাটের এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি করেছেন।

জেলে গোবিন্দ হালদার বলেন, প্রতিদিনের মতো শনিবার দিনগত রাতে পদ্মায় জাল ফেলে মাছ ধরতে যাই। মধ্যরাতে জালটি টেনে তুলতেই দেখি বিশাল একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সকালে মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ঘাটে রেজাউল ইসলামের আড়তে বিক্রির জন্য নিয়ে ভালো দামে বিক্রি করি।

তিনি আরো বলেন, মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমার ভালো লাগছে। দীর্ঘদিন ভালো মাছ না পেয়ে বেশকিছু দায়দেনা হয়ে গিয়েছিলাম। মাছটি পেয়ে আমার বিরাট উপকার হলো। এখন দেনাগুলো পরিশোধ করেও সংসারের জন্য কিছু করতে পারব।

আড়ৎদার রেজাউল ইসলাম জানান, মাছটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন। মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। দুপুরে মাছটি ঢাকার এক শিল্পপতির কাছে আমি ৫০ হাজার টাকায় বিক্রি করেছি।


আরো সংবাদ



premium cement