২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পদ্মার ১২ কেজি ওজনের চিতল বিশ হাজার টাকায় বিক্রি

- ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ী সংবাদদতা
রাজবাড়ীর পদ্মায় রতন জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বিশালাকৃতির একটি চিতল মাছ।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সাজাহান ছটির নিলামের মাধ্যমে মাছটি ১৮ হাজার ৬০০ টাকায় কিনে নেন। পরে তিনি ঢাকার এক শিল্পপতির কাছে মোবাইলে যোগাযোগ করে বিশ হাজার টাকায় বিক্রি করেছেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো: রোকনুজ্জামান বলেন, বর্ষা মৌসুমে নদীতে বিভিন্ন ছোট বড় মাছ পাওয়া গেলেও ১২ কেজি ওজনের এত বড় চিতল এবারই প্রথম পাওয়া গেছে।

শনিবার সকালে পদ্মানদীর মোহনার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে রতন হালদারের জালে মাছটি ধরা পরে।

জেলে রতন হালদার বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি থেকে নৌকা নিয়ে কয়েকজন মিলে পদ্মার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে জাল ফেলে বসেছিলাম।

শনিবার ভোরে জালে জোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি; জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে সবাই মিলে একটু সময় নিয়ে জাল পানি থেকে তুলে দেখি বিশাল আকৃতির একটি বড় চিতলমাছ ধরা পড়েছে। এত বড় চিতল জালে পাবো তা কখনো কল্পনাও করিনি।

দৌলতদিয়া ৫নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান বলেন, চিতলটি জেলে রতন হালদারের কাছ থেকে শনিবার সকালে কিনে চিতলের ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে ঢাকার এক বড় পার্টির কাছে বিশ হাজার টাকায় বিক্রি করেছি। এখন বর্ষার পানি কমায় পদ্মায় বড় বড় মাছ জেলেদের জালে ধরা পরছে।


আরো সংবাদ



premium cement