২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মাছ ধরতে গিয়ে বজ্রপাত ২ জেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে বজ্রপাত ২ জেলের মৃত্যু - ফাইল ছবি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামেরি বড়হাওরে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত দুজন হলেন- শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলামউদ্দিনের ছেলে জলহু (৫০) ও একই গ্রামের গাছগডিয়া হাটির খেলু মিয়ার ছেলে শফিকুল (৩৫)।

আহতরা হলেন- গ্রামের উত্তরহাটির কাঞ্চনের ছেলে কামরুল (৩৫) ও সৈয়দ আলীর ছেলে মোতালিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জাল দিয়ে গ্রামের আট থেকে ৯ জন জেলে এলাকার বড়হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। মাঝরাতে বৃষ্টি শুরু হয় বৃষ্টি। এ সময় জেলেদের নৌকায় হঠাৎ বজ্রপাত হলে চারজনের শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় গুরুতর আহত হয় দুজন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুল আলম সিদ্দিকী বলেন, বজ্রপাতে দুজন জেলে মারা গেছেন। এ বজ্রপাতের ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের
জেলার সৈয়দ নজরুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আরো সংবাদ



premium cement

সকল