২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কিশোরগঞ্জে করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু -

কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরো ছয়জন এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এসব ব্যক্তিদের মধ্যে ১২ জন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং তিনজন মারা গেছেন বাড়িতে।

এদিকে জেলায় নতুন করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন ৫৯ জন। ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ৬০ জন বেড়েছে।

আগের দিন জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ১৪১৬ জন। এখন জেলায় বর্তমান রোগীর সংখ্যা মোট ১৪৭৬ জন।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন কিশোরগঞ্জ সদর উপজেলার, দুজন ভৈরব উপজেলার, একজন কুলিয়ারচর উপজেলার এবং একজন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা ছিলেন। একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

গত ৭ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬৫ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। এরপর গত ১৯ জুন থেকে সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৮ হাজার ৭৩ জন সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement