২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

২৬ কেজির পাঙ্গাসের দাম ৪৪ হাজার!

২৬ কেজির পাঙ্গাসের দাম ৪৪ হাজার! - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া পয়েন্টে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে, মাছটির ওজন ২৬ কেজি ৫ শ’ গ্রাম। শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাটের উজানে স্থানীয় জেলে নিরু হলদারের জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করে শতশত জনতা। পরে আড়তে ডাকের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭২৫ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো: চান্দু মোল্লা বলেন, শনিবার বিকেল বেলা পদ্মা নদীতে জাল ফেলেন নিরু হলদারসহ তার সহযোগীরা। সন্ধ্যায় তার জালে মাছটি ধরা পড়ে। মাছটি একটু বেশি লাভের আশার কিনে নিয়ে ফেরিঘাটের পল্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে। এরই মধ্যে টেলিফোনে ঢাকার বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাদের সাথে দরদাম ঠিক হলেই মাছটিকে ঢাকায় পাঠিয়ে দেয়া হবে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রেজাউল শরিফ বলেন, পদ্মায় পানি বাড়ছে এই সুযোগে বড় মাছগুলো খাদ্যের সন্ধানে কিনারায় আসছে। আর জেলেরা জাল ফেলে মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ শিকার করছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।


আরো সংবাদ



premium cement