১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দৌলতদিয়ায় বাঘাইড় মাছ বিক্রি হলো ৬০ হাজার টাকায়

- ছবি নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মৎস আড়ৎ-এর মাছ ব্যবসায়ী মো: নুরু শেখ ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ ক্রয় করেন।

রোববার ভোর রাতে পাবনার তীরমণি এলাকার জেলে কালীদাস হালদার ঢালারচর এলাকায় যমুনা নদীতে জাল ফেললে ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির ওই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো: নুরু শেখের সাথে কথা বলে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে এলে মাছটি উন্মুক্ত (খোলা) ডাকের মাধ্যমে এক হাজর ২৫০ টাকা কেজি দরে ৫৯ হাজার ১০০ ২৫ টাকায় কিনে নেন। এ সময় বিশাল আকৃতির বাঘাইড় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। পরে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকায় তার এক পূর্ব পরিচিত ব্যবসায়ীর কাছে মাছটি পাঠিয়ে দেন।

তিনি জানান, আমার পূর্ব পরিচিত ব্যাবসায়ীকে কেনা দাম বলে দিয়েছি। আশা করি তিনি আমাকে কিছু লাভসহ টাকা পাঠিয়ে দেবেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রেজাউল শরিফ জানান, এখন পদ্মা নদীতে ইলিশ মাছের অভাব থাকলেও বড় বড় বাগাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ নানা প্রকার মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।


আরো সংবাদ



premium cement