২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতেন মেহজাবীন : স্বামী অরণ্য

উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতেন মেহজাবীন : স্বামী অরণ্য - ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলীর একটি বহুতল ভবন থেকে শুক্রবার রাতে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের মেয়ে মেহজাবীনকে আটক করেছে পুলিশ। তবে প্রতিবেশীরা বলছে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছেন মেয়ে মেহজাবীন।

এ দিকে ওই পরিবারের মেয়ে মেহজাবীনকে আটক করার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে শুরু করে।

এ ঘটনায় ‍অভিযুক্তের স্বামী শফিকুল ইসলাম অরণ্য জানান, উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতেন মেহজাবীন। বিভিন্ন বিষয় নিয়ে কলহে জড়াতেন পরিবারের সাথে। এমনকি তার উচ্ছৃঙ্খল আচরণের শিকার হতেন অরণ্যও।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কদমতলীর বাগানবাড়ির বাসায় মৌসুমি ফল নিয়ে আসে মেহজাবীনের স্বামী অরণ্য। এ সময় মেহজাবীন তার স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের জন্য চা বানিয়ে আনেন। অরণ্য চা খেতে না চাইলে তাকে জোর করে চা খাওয়ানো হয়। এ ছাড়া ওই চা মেহজাবীনের মা-বাবাও খেয়েছেন। চা খাওয়ার পর কী ঘটেছে সে ব্যাপারে কিছু জানা নেই অরণ্যর। এ ঘটনায় গুরুতর অবস্থায় মেহজাবীনের স্বামী অরণ্য ও তার তাদের মেয়ে তৃপ্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনদের পক্ষ থেকেও মেহজাবীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement