২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সিংগাইরে জরুরি ত্রাণসামগ্রী নষ্ট হওয়ার ঘটনায় ইউএনওকে শোকজ

সিংগাইরে জরুরি ত্রাণসামগ্রী নষ্ট হওয়ার ঘটনায় ইউএনওকে শোকজ - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে থাকা ৩৩৩-এর জরুরি ত্রাণসামগ্রী নষ্ট হওয়ার ঘটনায় ইউএনও রুনা লায়লাকে শোক দিয়েছেন জেলা প্রশাসক।

শনিবার দুপুরে জেলা প্রশাসক এস এম ফেরদৌস নয়া দিগন্তক এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউএনওসহ সংশ্লিষ্টদের আগামী রোববারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাবের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল।

শনিবার দুপুরে সরেজমিনে পৌর এলাকার সিংগাইর আবাসন প্রকল্পে গিয়ে কথা হয় একাধিক ত্রাণ প্রত্যাশীর সাথে।

সুরিয়া, জবেদা, রুপমা, রিতা আক্তার, আমেনা ও রিতা রানীসহ অনেকেই অভিযোগ করে বলেন, ত্রাণের জন্য ফোন দেয়ায় ইউএনও স্যার এসে আমাদের সাথে রাগারাগি করেছেন। এমনকি পুলিশ দিয়ে ধরিয়ে নেয়ার ভয়ও দেখান তিনি।

৩৩৩-এর ত্রাণ পাওয়া মমতা ও লাইলী বেগম বলেন, প্যাকেটে থাকা আলু-পেঁয়াজগুলো পচে গেছে। অন্যান্য পণ্য সামগ্রীগুলো দুর্গন্ধযুক্ত।

এ দিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটিকে মিথ্যা অপপ্রচার ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপব্যাখ্যা দিয়ে ‘উপজেলা প্রশাসন সিংগাইর’ নামের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। যা সুধী মহলে বিতর্কের জন্ম দিয়েছে।


আরো সংবাদ



premium cement