২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

সাভারে দুই শিক্ষার্থী খুন : ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ

নিহত দুই শিক্ষার্থীর লাশ - ছবি নয়া দিগন্ত

দুই শিক্ষার্থীকে খুনের ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। খুনের রহস্য উদঘাটনে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

নিহত শিক্ষার্থী রায়হানের মা খাদিজা বেগম সাভার মডেল থানায় হত্যা মামলাটি করেন। হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে মাঠে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

মামলার তদন্ত কর্মকর্তা সাভারের ট্যানারী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ (পরিদর্শক) জাহিদুর ইসলাম বলেন, জোড়া খুনের ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা সবাই রায়হানের বন্ধু। তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার সাভারের ভার্কুতা ইউনিয়নের হারুলিয়ার চকের পাটক্ষেত থেকে স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পাঠায় পুলিশ।

নিহত শিক্ষার্থীরা হলেন, বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার শেওড়া উত্তর পাড়া গ্রামের রতন খানের ছেলে রায়হান (১৮) ও একই জেলা ও থানা এলাকার পশ্চিম শেওড়া গ্রামের নেছার উদ্দিনের ছেলে নাজমুল (১৮)। তারা দু’জন সম্পর্কে খালাতো ভাই ও এসএসসি পরীক্ষার্থী ছিলেন।


আরো সংবাদ



premium cement