২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিহত ফয়সাল আরাফাত ও ফয়সাল আহমেদ - ছবি : সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা থানার নোয়াগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ (৩০) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত (২৮)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত ফয়সাল আহমেদ বসুন্ধরা গ্রুপে চাকরি করতেন এবং ফয়সাল আরাফাত ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক। দুজনের মধ্যে ফয়সাল আহমেদ রাজধানীর যাত্রাবাড়ীতে ও ফয়সাল আরাফাত মিরপুর এলাকায় আলাদা ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ আরো জানায়, তারা সম্পর্কে নিকটাত্মীয় হতে পারেন, তবে নিশ্চিত নয়। ঈদের ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ঢাকা আসার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে গ্রেফতারের চেষ্টাসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement