২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাবার লাশ দেখতে মাওয়া ঘাটে মিনি ট্রাকে অপেক্ষায় ১০ যাত্রী

বাবার লাশ দেখতে মাওয়া ঘাটে মিনি ট্রাকে অপেক্ষায় ১০ যাত্রী - ছবি : নয়া দিগন্ত

বাবার লাশ দেখতে মাওয়া ঘাটে ট্রাকে করে ১০ জন যাত্রী। সকলের চোখে পানি। জিজ্ঞেস করতে কেঁদে ফেলেছেন এক নারী। বললেন, বাবা মারা গেছে। বাবার লাশ দেখা, জানাজা ও দাফন কাফন করার জন্য যেতে হবে। পুলিশ ও বিজিবি আটকিয়ে দিয়েছে আমাদের গাড়ি। কিভাবে আমরা যাব? চাঁদপুর থেকে মাওয়া ঘাটে এসেছেন তারা। বাবার লাশ দেখতে পারবেন কিনা তাও অনিশ্চিত হয়ে গেছে তাদের। কিভাবে মাওয়া শিমুলিয়া ঘাট পার হবেন তা তাদের জানা নেই। সোমবার সকাল সাড়ে ৬টার সময় এমন দৃশ্য দেখা যায় ইলিশা হোটেলের সামনে। সেখানে বিজিবি ও পুলিশের কড়া পাহারায় আটকে গেছে তাদের মিনি ট্রাক।

এমন হাজারো যাত্রী বিভিন্ন কারণে অকারণে বাড়ির পথে রওনা হয়েছে। প্রিয়মত স্বজনের মৃত্যুর মতো মানবিক বিষয়ও এতে রয়েছে। কিন্তু ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় তারা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে ফেরি ঘাটে এসে। তারা জানাচ্ছেন, ফেরি বন্ধ থাকলে তারাও সারা দিন বসে থাকবেন ঘাটে। যখন ফেরি ছাড়বে তখনই তারা পার হয়ে গন্তব্যে রওনা দিবেন।
গত কয়েক দিন ধরে এমন দৃশ্য মাওয়া ঘাটে প্রতিনিয়ত ঘটেই চলছে।


আরো সংবাদ



premium cement