১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ঘরমুখো মানুষের চাপে মাওয়ায় ফেরি বন্ধ

ঘরমুখো যত্রীদের চাপে মাওয়ায় ফেরি চলাচল বন্ধ - ফাইল ছবি

করোনাভাইরাসের বিধিনিষেধ আর স্বাস্থ্যবিধির বালাই নেই। দক্ষিণাঞ্চলের শ্রমজীবী মানুষ ঈদের আগে গ্রামে ফিরতে হুমড়ি খেয়ে পড়ছে পদ্মার পাড়ে। যে যেভাবে পারছে নদী পার হওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণরোধে শনিবার থেকে পদ্মায় মাওয়া-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

অভ্যন্তরীণ নৌবন্দর কর্তৃপক্ষ- বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে রোরো ফেরি এনায়েতপুরী কোনো যানবাহন ছাড়াই ১২ শ’ যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যেতে বাধ্য হয়। ফেরিটি বেলা ১১টার দিকে শিবচরের বাংলাবাজার ঘাটে পোঁছায়। ওই ফেরিতে কোনো যানবাহন তোলার সুযোগ ছিল না। কারণ, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে শিমুলিয়া-মাওয়া ফেরিঘাটে বাড়ি ফেরা মানুষের ঢল নামে। ঘরমুখো মানুষ দল বেঁধে ফেরিতে উঠে পড়ায় যানবাহন তোলার সুযোগ ছিল না। ফলে ফেরিতে ১২ শ’ যাত্রী পদ্মা পার হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে বেশ আলোচিত হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার মাওয়া-শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

তবে আগের দিনের মতো শনিবারও সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে দক্ষিণাঞ্চলমুখী যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। এর মধ্যে নৌবন্দর কর্তৃপক্ষ সব দিক বিবেচনা করে শনিবার সকালে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাওয়ায় ফেরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়।

বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা যায়, এ নৌরুটে রোরোসহ ১৪টি ফেরি চলাচল করছিল। তবে যাত্রীদের সংখ্যা বেশি থাকায় ফেরিতে গাড়ি অপেক্ষাকৃত কম পার হচ্ছে। এমন বাস্তবতায় ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, যাত্রীদের কারণে ফেরিগুলোতে গাড়ি লোড করা যাচ্ছে না। ফেরিঘাটে এলেই যাত্রীরা তাতে হুমড়ি খেয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে করোনা মহামারী সংক্রামণরোধে মাওয়া ঘাটের ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান

সকল