১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সিরাজদিখানে ওষুধের দোকানে চুরি

ওষুধের দোকানে চুরি - ছিবি সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘আসমা উল হোসনা মেডিসিন সেন্টার’ নামে একটি ওষুধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানে থাকা প্রায় ৬০ হাজার টাকার ওষুধ ও নগদ ২৬ হাজার টাকা নিয়ে গেছে বলে জানান দোকানের মালিক।

এ ঘটনায় বুধবার বেলা ১২টায় সিরাজদিখান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

দোকানের মালিক রাজীব দাস জানান, সিরাজদিখান বাজারের থানা রোডে আসমা উল হোসনা মেডিসিন সেন্টার নামে একটি দোকান ভাড়া নিয়ে আট বছর ধরে ওষুধের ব্যবসা করে আসছি। মঙ্গলবার রাত ১০টার দিকে দোকানের প্রবেশ মুখের সাটার বন্ধ করে বাড়িতে চলে যাই। বুধবার সকালে দোকান খুলে দেখি সব এলোমেলো হয়ে আছে। চোরেরা আমার দোকানের সামনের সাটার না খুলে থানার দেয়াল টপকে দোকানের দক্ষিণ পাশের টিন কেটে ক্যাশে থাকা নগদ ২৬ হাজার টাকা ও ৬০ হাজার টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে।

তিনি বলেন, থানার ১০০ ফিটের মধ্যে দোকান তারপরও চুরি কিভাবে হলো এতে আমি হতবম্ভ হয়েছি।

আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি রাতের বেলায় যেন টহল জোরদার করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে চুরির ঘটনা বেড়ে গেছে। রাতের বেলায় আরো একটি টহল টিম বাড়ানো হয়েছে যাতে চুরি-ছিনতাই না হয়। এছাড়া অভিযোগ পেয়ে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement