২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

-

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুরে ট্রাকের ধাক্কায় সজিব (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার এসআই মো: ইব্রাহিম। অপরদিকে শ্রীনগরে গাড়ির ধাক্কায় মো: লাবলু শেখ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৩ টার দিকে ঢাকা তেজগাঁও থেকে শাহ্ সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রাক নিয়ে সিমেন্ট নিতে আসেন নিহত সজিব। শাহ সিমেন্ট ফ্যাক্টরির ভেতরে সিমেন্ট লোড করার সময় সজিব দাঁড়িয়ে থাকা অবস্থায় শাহ সিমেন্টের একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়া হলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।

মৃত সজিব ভোলা জেলার দৌলতখানা থানার জয়নগর গ্রামের নুর নবীর ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বক্কর সিদ্দিক জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গাড়িচাপায় মো: লাবলু শেখ নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। নিহত লাবলু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছেই পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করছিলো।

নিহতের বাবা সোহেল মিয়াঁ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে শ্রীনগরে অটোরিকশা চালিয়ে আসছিলো।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঁইয়া জানান, গাড়ি চাপায় গুরুতর আহত শিশু মো: লাবলুকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। হাসপাতালে নেয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement