১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বালিয়াকান্দিতে ঢিলেঢালা লকডাউন, ১৮ জনকে জরিমানা

বালিয়াকান্দিতে ঢিলেঢালা লকডাউন, ১৮ জনকে জরিমানা - ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পঞ্চম দিনের লকডাউন ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকাল থেকেই সাপ্তাহিক হাটে মানুষের ভিড় দেখা গেছে। বাজারগুলোতে চলেছে চোর-পুলিশ খেলা। ছিলো না স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মানার বালাই।

প্রশাসন মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ১৮ জনকে জরিমানা করেছে।

রোববার বালিয়াকান্দি সদর বাজার, জামালপুর বাজারে সাপ্তাহিক হাট থাকায় মানুষের উপচে পড়া ভিড় ছিলো। অন্য বাজারগুলোতে চোর-পুলিশ খেলার মতো অবস্থা ছিলো। প্রশাসনের উপস্থিতি টের পেলে দোকানপাট বন্ধ, আবার চলে গেলে খোলা। এ অবস্থায় পঞ্চম দিনের লকডাউন ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।

উপজেলার জামালপুর বাজারে রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল অভিযান চালিয়ে দু’ব্যবসায়ীকে ১৫০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি বাজার ও বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্টে ১৬ জনকে ৩৯০০ টাকা জরিমানা করেছেন।


আরো সংবাদ



premium cement