২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সালথায় ৭০ গ্রাম পুলিশ পেল বাইসাইকেল

সালথায় ৭০ গ্রাম পুলিশ পেল বাইসাইকেল - ছবি- সংগৃহীত

করোনাভাইরাস মহামারীর  সময়ে কাজের গতি বাড়াতে ফরিদপুরের সালথায় কর্মরত ৭০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল ও বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল হাসান জুয়েল প্রমুখ।

অতিথিরা গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেলসহ অন্যান্য উপকরণ তুলে দেন।

পরে ইউএনও মোহাম্মাদ হাসিব সরকার জানান, গ্রাম পুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বাড়াতে বাইসাইকেল, পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement