২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
সোনারগাঁওয়ে হেফাজত ইস্যুতে

প্রশাসনের অবহেলা রয়েছে কি-না খতিয়ে দেখা হচ্ছে : ঢাকা বিভাগীয় কমিশনার

প্রশাসনের অবহেলা রয়েছে কি-না খতিয়ে দেখা হচ্ছে : ঢাকা বিভাগীয় কমিশনার - ছবি : নয়া দিগন্ত

ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান বলেছেন, হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় স্থানীয় প্রশাসনের অবহেলা রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের উপর যে দায়িত্ব রয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে। হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি প্রশাসনের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, প্রশাসনের দায়িত্ব পালনে নিজের দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হলে কিংবা সরকারে বিরুদ্ধে অবস্থান নিলে কাউকে ছাড় দেয়া হবে না। সরকার আমাদের দায়িত্ব দিয়েছেন জনগণের জান মালের নিরাপত্তা দিতে। এতে কেউ ব্যর্থ হলে সে জায়গায় আর তাকে দায়িত্বে রাখা হবে না।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ নেতার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, রয়্যাল রিসোর্ট পরিদর্শন শেষে সোনারগাঁও উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন করতে হবে। ঢাকার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে করোনা রোগীদের চিকিৎসায় স্থানীয় রেজিস্ট্রার্ড চিকিৎসকদের ব্যবহার করতে হবে।

এ ছাড়াও বেসরকারি ক্লিনিকগুলোকে করোনা চিকিৎসায় প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়াতে হবে। তিনি আগামীতে সরকারের দেয়া সর্বাত্মক লকডাউন সফল করে করোনার প্রর্দুভাব ঠেকাতে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার ঘটনায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সহিংসতায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ, ছাত্রলীগের দুই নেতার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং রয়্যাল রিসোর্ট ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহা-পরিচালক (অপরাধ) জিহাদুল কবির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ কর্মকর্তারা। এ সময় প্রতিনিধি দলের কর্মকর্তারা ভুক্তভোগীদের সাথে কথা বলেন।

মতবিনিময় সভায় সোনারগাঁও উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement