১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জাটকায় সয়লাব মুন্সীগঞ্জ, লৌহজংয়ে জব্দ ৪ হাজার কেজি

জাটকায় সয়লাব মুন্সীগঞ্জ, লৌহজংয়ে জব্দ ৪ হাজার কেজি - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জজুড়ে এখন জাটকা ইলিশের ছড়াছড়ি। অবাধে জাটকা ইলিশ নিধন করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। জব্দও হচ্ছে প্রচুর জাটকা ইলিশ।

গজারিয়া ঘাট, ভবেরচর বাজার, মুন্সীগঞ্জ চিতলিয়া বাজার, দিঘিরপাড়, টংগীবাড়ি, কামারগাও, কামারখাড়া, বাংলাবাজার, আলিরটেকে এখন সহজেই দেখা যাচ্ছে জাটকা ইলিশ।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চার হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে পুলিশ।

শনিবার ভোররাতে ঢাকা যাওয়ার পথে একটি ট্রাকসহ ২০টি ড্রামে চার হাজার কেজি জাটকা ইলিশ আটক করে। সকাল ৮টার দিকে উপজেলার এতিমখানা, মাদরাসা ও অসহায়দের মাঝে জাটকাগুলো বিলিয়ে দেয়া হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকসহ চার হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছি। পরে স্থানীয় এতিমখানা, মাদরাসাসহ অসহায়দের মাঝে মাছগুলো বিলিয়ে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement