২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলবে : পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া এলাকায় পদ্মার ডান তীর রক্ষাবাঁধের চলমান কাজ পরিদর্শন - ছবি- সংগৃহীত

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, লকডাউনের মধ্যেও নদী ভাঙন কবলিত এলাকার চলমান কাজ স্বাস্থ্যবিধি মেনে চালিয়ে যাবে সরকার। যাতে সামনের বর্ষায় মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় আমরা নদী ভাঙনরোধে চলমান বাঁধ নির্মাণে নিয়োজিত শ্রমিকদের যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে কাজে নিয়োজিত রাখবো।

রোববার সকাল ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া এলাকায় পদ্মার ডান তীর রক্ষাবাঁধের চলমান কাজ পরিদর্শন শেষে নড়িয়ার সাধুর বাজার এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সোমবার থেকে সরকার ঘোষিত লকডাউন যাথাযথভাবে পালন করার জন্য শরীয়তপুরবাসীকে এ সময় অনুরোধ জানান পানিসম্পদ উপমন্ত্রী।

তীর রক্ষাবাঁধের কাজ পরিদর্শনের সময় এনামুল হক শামীমের সাথে ছিলেন শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীবসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


আরো সংবাদ



premium cement