১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

কৃষিকে কেন্দ্র করেই বেশিরভাগ মানুষের জীবন-জীবিকা আবর্তিত : কৃষিমন্ত্রী

কৃষিকে কেন্দ্র করেই বেশিরভাগ মানুষের জীবন-জীবিকা আবর্তিত : কৃষিমন্ত্রী - ছবি : নয়া দিগন্ত

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কৃষিকে কেন্দ্র করেই বেশিরভাগ মানুষের জীবন-জীবিকা আবর্তিত হয়। কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করতে পারলে গ্রামের মানুষের আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জীবন উন্নত হবে।’

শনিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গ্রামের মানুষের জীবন মানকে উন্নত করতে চাইলে কৃষিকে উন্নত করতে হবে। আমাদের গ্রামের অর্থনীতি এখনো কৃষিভিত্তিক। এ জন্য গ্রামের মানুষের জীবনকে উন্নত করতে চাইলে কৃষিকে উন্নত করতে হবে। কৃষি অর্থনীতিতেও বিরাট ভূমিকা রাখবে। বর্তমান কৃষিবান্ধব সরকার এ লক্ষ্যেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে।’

এতে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হলো গ্রামকেন্দ্রীক। এই গ্রামকে আমাদের ভুলে গেলে চলবে না। গ্রামে পড়ালেখা করে, গ্রাম থেকে যারা বড় হয়ে বিভিন্ন উচ্চপদে চাকরি করছি বা ভিন্ন পেশায় সফল হয়েছি তাদেরকে নিজেদের শিকড় গ্রামকে ভুলে গেলে চলবে না। গ্রামকে আলোকিত করতে হবে, গ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা: মাজহারুল হক তপনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক আইজিপি (প্রিজন) ও পিএসসির সাবেক সদস্য মো: লিয়াকত আলী খান, সাবেক ছাত্র স্কোয়াড্রন লিডার (অব) গোলাম কিবরিয়া আব্বাসী, জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহফুজ আফজাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল মান্নান, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউল ইসলাম চৌধুরী ও জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী প্রমুখ।

গজারিয়া হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব ও সাবেক শিক্ষার্থীদের অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল