১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে রাসায়নিকের গোডাউনে আগুন, শ্রমিক নিহত

-

গাজীপুরে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং কারখানার রাসায়নিকের গোডাউনে আগুন লেগেছে। এতে দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মাসুম শিকদার (২৩)। তিনি ঢাকা জেলার দোহার থানার চরকুসুমহাটি গ্রামের সূর্য
শিকদারের ছেলে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকালে কারখানার রাসায়নিক রাখার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ২২ জন।

নিহত ওই শ্রমিক কারখানার গোডাউনে ওয়েল্ডিং শ্রমিকের কাজ করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার এসআই সাদেক মিয়া বলেন, কারখানার গোডাউন থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক সেলিম মিয়া বলেন, নিহত ওই যুবক কারখানার নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং কাজে নিয়োজিত ছিলেন। তিনি শনিবার সকালে কাজ করার সময় এ আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় পুরো গোডাউনটি আগুনে পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।


আরো সংবাদ



premium cement
মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

সকল