২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেব্রিনা ফ্লোরার

নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। - ছবি : নয়া দিগন্ত

ঢাকার নবাবগঞ্জ উপজেলা কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এসময় নবাবগঞ্জের ৪০টি কমিউনিটি ক্লিনিকে টিকা নিবন্ধন কাজের জন্য ৪০টি ল্যাপটপ প্রদানের ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি করোনা টিকাদান কর্মসূচিসহ সকল নিয়মিত সেবাদান কর্মসূচির সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো: মঈনুল আহসান, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমানসহ হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্টরা।

পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘নবাবগঞ্জের ৪০টি কমিউনিটি ক্লিনিকে নিবন্ধন কাজের জন্য ল্যাপটপের চাহিদার কথা অতিরিক্ত মহাপরিচালককে অবগত করলে তিনি ল্যাপটপ প্রদানের আশ্বাসের দেন। এছাড়া আমাদের সেবাদান কর্মসূচির কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।’


আরো সংবাদ



premium cement